আগরতলা, ২৮ এপ্রিল: সাব্রুম মহকুমায় বাড়ি বাড়ি পাইপ লাইনে গ্যাস সরবরাহ করার দাবি জানালেন স্হানীয় বিধায়ক তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, ছোট রাজ্য ত্রিপুরাতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রয়েছে। রাজ্যের প্রায় সবকটি জেলাতে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। তাই ইতিমধ্যে আগরতলা শহরেও সিএনজি গ্যাস এবং পাইপ লাইনে রান্নার গ্যাস সরবরাহ হচ্ছে। সাব্রুম মহকুমার সবদিকেই ওএনজিসি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। তারপর ওই মহকুমায় এখনো রান্না গ্যাস সিলিন্ডার এবং লাকড়িতে করা হয়ে থাকে। তাই সাব্রুম মহকুমার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পাইপ লাইনে গ্যাস সরবরাহ করার দাবি জানালেন স্হানীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী।

