নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): দিল্লিতে শুরু হলো “আয়ুষ্মান বয়ো বন্দনা” যোজনা। সোমবার এই প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, আজ আমরা দিল্লির বয়স্কদের জন্য কেউ প্রকল্প শুরু করতে পেরে খুশি৷ এই প্রকল্পের মাধ্যমে ৭০ বছরের বেশি বয়স্করা সমস্ত স্বাস্থ্য সুবিধা পাবেন৷ তিনি এও বলেন, এখন আর কারওর ওপর নির্ভরশীল থাকতে হবে না৷ দিল্লির সর্বাধিক সংখ্যক হাসপাতাল এই প্রকল্পের সাথে যুক্ত বলেও জানান মুখ্যমন্ত্রী।
2025-04-28

