পাকিস্তানের পক্ষালম্বনকারীদের নির্ঘাত কারাবাস, মিলবে ভালো দাওয়াই আর ট্রিটমেন্ট, শ্রীভূমিতে এসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

শ্রীভূমি (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : সোশাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে কোনও মন্তব্য করলে সঙ্গে সঙ্গে কারাবাস, মিলবে ভালো দাওয়াই আর ট্রিটমেন্ট। শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনী প্রচারে এসে এভাবেই সংশ্লিষ্টদের হুঁশিয়ার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ শনিবার পঞ্চায়েত ভোটের প্রচারে শ্রীভূমি জেলান্তর্গত নিলামবাজারে আয়োজিত বিজেপির বিশাল সমাবেশে পহেলগামে নৃশংস হিন্দু নিধনযজ্ঞের প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তানপন্থীদের এভাবে হুঁশিয়ার করে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, দেশের স্বার্থে হিন্দু মুসলিম বিভেদ ভুলে সবাইকে মিলেমিশে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করা দরকার।

শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে আয়োজিত সমাবেশে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা কংগ্রেসের কঠোর সমালোচনা করে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে আজ প্রকাশিত বিজেপির সংকল্প পত্রে রাজ্যের গ্রামাঞ্চলের উন্নয়নে প্রদত্ত প্রতিশ্রুতিগুলির বর্ণনা করেছেন।

প্রদত্ত ভাষণে হিমন্তবিশ্ব শর্মা বলেন, আগামী ১০ মে তাঁর নেতৃত্বাধীন সরকারের চার বছর সম্পন্ন হতে চলেছে। বর্তমান সময়ে রাজ্যে যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে তা পূর্বতন সরকারের শাসনামলের সঙ্গে তুলনা হয় না। কংগ্রেস আমলে ছিল সুতা-কম্বলের রাজনীতি। আর এখন হচ্ছে উন্নয়নের রাজনীতি। আর এজন্যই এখন কংগ্রেসের প্রতীক চিহ্ন লুঙ্গি হওয়া দরকার। কংগ্রেসের আমলে রাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ সংগঠিত হতো। কোকরাঝাড়, গোয়ালপাড়া সহ একাধিক জেলায় মুসলিমদের হত্যা করা হয়েছিল। আজকের দিনে অসমে শান্তি বিরাজ করছে।

প্রতিশ্রুতির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে গুয়াহাটি থেকে বরাপানি, বরাপানি থেকে পাঁচগ্রাম, মাত্র চার ঘণ্টার রাস্তার জন্য কেন্দ্রীয় সরকার এক বিরাট প্রকল্প হাতে নিয়েছে। রামকৃষ্ণনগরের মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণকাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে, হাইলাকান্দিতে গড়ে তোলা হবে নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল। বরাক উপত্যকার তিন জেলায় হবে তিনটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, তাছাড়া বর্তমান সরকারের আমলে প্রত্যেক বিধানসভা নির্বাচন কেন্দ্র এলাকায় ২২ হাজার অরুণোদয় প্রদান করা হলেও, আরও ৪০ হাজার করে অরুণোদয় প্রদান করা হবে। শ্রীভূমি জেলায় যাতে কোনও গরিব মানুষ বাদ না যান তার জন্য পাঁচ হাজার করে আরও চারটি বিধানসভা এলাকায় বাড়ানো হবে।

হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, আগামী জুন মাসে তিনি আবার শ্ৰীভূমি জেলা সফরে আসবেন। আত্মসহায়ক গোষ্ঠীভুক্ত মহিলাদের ১০ হাজার টাকা করে বরাদ্দকৃত চেক তিনি নিজের হাতে তুলে দেবেন এই জেলায় এসে।

কংগ্ৰেসকে ঠুকে মুখ্যমন্ত্ৰী বলেন, কংগ্রেসের আমলে রেশন কার্ডের কোনও ভ্যালু ছিল না। কিন্তু এখন রেশন কার্ড থেকে চাল, পাঁচ লক্ষ টাকার বিমার আওতায় আনা হয়েছে। তাছাড়া কলেজে ভরতি হতে শিক্ষার্থীদের কোনও পঞ্চায়েত সার্টিফিকেটের দরকার পড়বে না। রেশন কার্ড দেখালে বিনামূল্যে অ্যাডমিশন হয়ে যাবে।

তিনি জানান, আগামী ১ অক্টোবর থেকে চাল, বাজার থেকে ৩০ টাকা কমে ডাল, নুন দেওয়া হবে। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯৮৭, উজালা ৫৫০ টাকায়। এখন থেকে ৬০০ টাকা নরম্যাল, ২৫০ টাকায় উজালা গ্যাস। ১ অক্টোবর থেকে মাসোহারা বৃদ্ধি হচ্ছে টিউটর, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী সহ এমডিমএম কর্মীদের।