প্রয়াগরাজ, ২৫ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত দ্বাদশ ও দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল শুক্রবার প্রয়াগরাজে বোর্ডের প্রধান কার্যালয়ে ঘোষণা করা হয়। ফল প্রকাশ করেন মাধ্যমিক শিক্ষা পরিচালক ও সভাপতি ডঃ মহেন্দ্র দেব এবং বোর্ডের প্রধান ভগবতী সিং।
বোর্ড জানিয়েছেন , চলতি বছরে দ্বাদশ শ্রেণীতে ৯০.১১ শতাংশ এবং দশম শ্রেণীতে ৮১.১৫ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। জালাউন জেলাতে দ্বাদশ শ্রেণীতে যশ প্রতাপ সিং ও দশম শ্রেণীতে প্রয়াগরাজের মেহক জয়সওয়াল প্রথম স্থান অধিকার করেছে। পরীক্ষায় দ্বাদশ শ্রেণীতে ছাত্রদের উত্তীর্ণের হার ৮৬.৬৬ শতাংশ এবং ছাত্রীদের ৯৩.৮৭ শতাংশ। দশম শ্রেণীতে ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৬.৬০ শতাংশ ও ছাত্রীরা ৮৬.৩৭ শতাংশ।

