মাখানা এখন দেশ ও বিশ্বের জন্য একটি সুপারফুড : প্রধানমন্ত্রী

মধুবনী, ২৪ এপ্রিল (হি.স.): মাখনা এখন দেশ ও বিশ্বের জন্য একটি সুপারফুড, আর মিথিলায় এটি সংস্কৃতির একটি অংশ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে এক অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা এই সংস্কৃতিকে এখানে সমৃদ্ধির উৎস করে তুলছি। আমরা মাখানাকে জিআই ট্যাগ দিয়েছি, যার অর্থ মাখানা এই জমির একটি উৎপাদিত পণ্য, এটি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “মাখনা গবেষণা কেন্দ্রকেও জাতীয় মর্যাদা দেওয়া হয়েছে। বাজেটে ঘোষিত মাখানা বোর্ড গঠন মাখানার কৃষকদের ভাগ্য বদলে দেবে।” উল্লেখ্য, এ বছর বাজেটে মাখানা উৎপাদনে বিশেষ জোর দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চাহিদা বুঝে সরকারও মাখানা উৎপাদনে বিশেষ উৎসাহ দেখিয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে মাখানা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড গড়ার কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।