গুজরাটে রেল দুর্ঘটনা, লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন

সুরেন্দ্রনগর, ২৩ এপ্রিল (হি.স.) : বুধবার গুজরাটের সুরেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে একটি পণ্যবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

রেল সূত্রে জানা গিয়েছে , এদিন সুরেন্দ্রনগর স্টেশনে প্রবেশের সময় একটি পণ্যবাহী ট্রেনের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরই রেলের উচ্চপদস্থ আধিকারিক ও প্রকৌশল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।