মানবতাকে হত্যা করা হয়েছে, জঙ্গি হামলা প্রসঙ্গে মন্তব্য রবিন্দর রায়নার

জম্মু, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরে পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন বিজেপি নেতা রবিন্দর রায়না। তাঁর মতে, এই হামলা মানবতাকে হত্যা করেছে। বিজেপি নেতা রবীন্দর রায়না বলেছেন, “পাকিস্তানের কাপুরুষোচিত ও মেরুদণ্ডহীন সন্ত্রাসীরা দক্ষিণ কাশ্মীরের পহেলগামে এক জঘন্য বর্বরতা ঘটিয়েছে। মানবতাকে হত্যা করা হয়েছে – ছিন্নভিন্ন ও চূর্ণবিচূর্ণ করা হয়েছে। শান্তির শত্রু, কাশ্মীরের শত্রু এবং পাকিস্তানে তাদের সমর্থকদের এই বর্বর অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে।”