আগরতলা, ২৩ এপ্রিল: পেহেলগাঁও-এ জঙ্গি হামলা শুধু কাশ্মীর নয়, বরং দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশের ওপর আঘাত এনেছে। তাই কেন্দ্র সরকারকে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়। তা না হলে আবারও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। আজ কাশ্মীরের পেহেলগাঁও-এ জঙ্গি হামলার ঘটনায় এভাবেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন পলিটব্যুরো সদস্য ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও পর্যটন কেন্দ্রে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার কড়া নিন্দা জানালেন সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীরের পেহেলগাঁও-এ পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি দেশের সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পরে কিছুদিন শান্তি বিরাজ করলেও, সাম্প্রতিক এই হামলা প্রমাণ করে সন্ত্রাসবাদ এখনো নির্মূল হয়নি। তাঁর মতে, পুলওয়ামা হামলার পর দীর্ঘ সময় সেখানে বড়সড় কোনো জঙ্গি কার্যকলাপ দেখা যায়নি। কিন্তু এখন আবার সেই সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে, যা অত্যন্ত চিন্তার বিষয়।
শ্রী চৌধুরী স্পষ্ট ভাষায় জানান, মাত্র কয়েকজন সন্ত্রাসীকে হত্যা করলেই সন্ত্রাসবাদ নির্মূল হয় না। এর শিকড় দেশের ভেতরেও রয়েছে, আবার বাইরের কিছু উৎস থেকেও এটি উসকে দেওয়া হচ্ছে। এই সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি। শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় কাশ্মীরের জনগণ এবং গোটা দেশের শান্তিকামী মানুষের মধ্যে ঐক্যমত গঠন করা আবশ্যক।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিরোধী দলনেতা বলেন, সরকারকে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং জঙ্গি কার্যকলাপ দমন করতে হলে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দায়িত্ব নিতে হবে।
2025-04-23

