শ্রীনগর, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামের সুরক্ষা ব্যবস্থা নিরীক্ষণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবারের সন্ত্রাসী হামলার পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার পহেলগামের বৈসরন উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন, আকাশপথে চারিদিক ঘুরে দেখেন তিনি।
এদিকে, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) টিম বুধবার পহেলগাম সন্ত্রাসী হামলার স্থান পরিদর্শন করেছে, জম্মু ও কাশ্মীর (জে-কে) পুলিশকে তদন্তে সহায়তা করতেই পৌঁছেছে এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যান, সেখানে চিকিৎসাধীন আহতদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

