নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে সুরক্ষা বাহিনী। এই সাফল্যে সুরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, নকশালবাদ নির্মূলের জন্য আমাদের অভিযান অবিরামভাবে অব্যাহত রয়েছে। সোমবারই ঝাড়খণ্ডের বোকারো জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৮ মাওবাদীর। এছাড়াও বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।
এই সফল অভিযানের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “নকশালবাদ নির্মূলের জন্য আমাদের অভিযান অবিরামভাবে অব্যাহত রয়েছে। নকশালবাদ নির্মূলের চলমান অভিযানে নিরাপত্তা বাহিনী আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ঝাড়খণ্ডের বোকারোর লুগু পাহাড়ে এক সংঘর্ষে ৮ জন মাওবাদীকে খতম করা হয়েছে, যার মধ্যে রয়েছে এক শীর্ষ পর্যায়ের নকশাল নেতা, বিবেক, যার নামে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং আরও দুই কুখ্যাত নকশালপন্থী মারা গিয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে সাধুবাদ জানাই।”

