উদয়পুর, ২১ এপ্রিল :
উদয়পুর মাতারবাড়ি আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় সোমবার ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল। দুর্ঘটনায় গুরুতর আহত হন এক যুবক। আহত যুবকের নাম নেপাল দে (২২), বাড়ি চন্দ্রপুর কাঁঠালতলী এলাকায়।
জানা গেছে, নেপাল দে বাইক নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথের মাঝে মাতারবাড়ি সংলগ্ন এলাকায় হঠাৎ করেই তিনি বাইকসহ রাস্তার মাঝে পড়ে যান। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, নেপাল দে দীর্ঘক্ষণ রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরবর্তীতে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান।
জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরিভাবে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।
অন্যদিকে, এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানিয়েছে, দুর্ঘটনার খবর রাধাকিশোরপুর থানায় জানানো হলেও, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় নিয়ে নেয়। এতে জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সড়ক নিরাপত্তা ও পুলিশি সাড়া দেওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

