বিশালগড়, ২০ এপ্রিল: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে শনিবার বিশালগড় রেলস্টেশন এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সিপাহীজলা জেলা জন অধিকার সংগ্রাম পরিষদের ডাকে আয়োজিত হয় প্রতিবাদ সভা ও মিছিল। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। গোটা এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, তৈরি করা হয় যুদ্ধকালীন নিরাপত্তা বলয়।
জানা গেছে, যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর ৮টা থেকেই বিশালগড়ে জড়ো হতে থাকে পুলিশ বাহিনী। টানটান উত্তেজনার মধ্যেই শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। যদিও পুলিশি পাহারায় এই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীদের মূল দাবি ছিল, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে। তাঁদের অভিযোগ, এই আইন সাধারণ মানুষের সম্পত্তির উপর হস্তক্ষেপের সামিল। তবে সব আয়োজনের মাঝেও শেষমেশ এই প্রতিবাদ কর্মসূচি এককথায় ‘সুপার ফ্লপ’ হয়ে যায়। সভায় জনসমাগম ছিল অত্যন্ত কম। বরং উপস্থিত নিরাপত্তা কর্মীর সংখ্যাই ছিল তার দ্বিগুণ। প্রশাসনের যুদ্ধকালীন প্রস্তুতির তুলনায় কর্মসূচির প্রভাব ছিল নিতান্তই ক্ষীণ।
সভায় বক্তব্য রাখেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তবে জন সমাগমের অভাবে এই কর্মসূচি কতটা কার্যকর হলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই দিন শেষে কার্যত নিষ্প্রভ ছিল এই প্রতিবাদ সভা।

