পাচারকালে ২৬ কেজি গাঁজা উদ্ধার

আগরতলা, ১৭ এপ্রিল: আবারো গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে মেলাঘর থানার পুলিশ। বাংলা নবর্বষেট দ্বিতীয় দিনের ওই সাফল্য আসে। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ২৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর থেকে উদয়পুরমুখী রাস্তায় দাঁড়ানো অবস্থায় একটি নাম্বারবিহীন ইকো গাড়িতে থাকা দুই ব্যক্তি পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাই। তারপর গাড়িতে তল্লাশি করে ২৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে মেলাঘর থানা পুলিশ।

সে বিষয়ে মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার এসআই রামকিষান এবং বিভিন্ন স্টাফ নিয়ে কালাপানিয়া যেতে পুলিশের গাড়িটিকে দেখে। পুলিশকে দেখে ওই ইকো গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়।। তারপর গাড়িতে থাকা শুকনো গাজা সহ গাড়িটিকে থানায় নিয়ে আসে এবং গাড়িটির মালিকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নেওয়া হবে বলে জানান ওসি।