শ্রীভূমিতে বাজেয়াপ্ত ৫ কোটি টাকার মাদক ইয়াবা, গ্রেফতার তিন

গুয়াহাটি, ১৬ এপ্রিল (হি.স.) : দক্ষিণ অসমের শ্রীভূমি জেলায় ৫ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক কারবারে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ খবর জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে খবর দিয়ে লিখেছেন, ‘মাদকের চক্রের মোকাবিলা করা হচ্ছে। গত সন্ধ্যায় শ্রীভূমি জেলার বালিয়াবাজারে পরিচালিত মাদকবিরোধী অভিযানে একটি গাড়িতে তালাশি চালিয়ে ১৬,০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। ওই অভিযানে তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।’