কৈলাসহর, ১৬ এপ্রিল : স্বামীর বর্বর নির্যাতনের শিকার হয়ে বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জোসনা বেগম নামের এক গৃহবধূ।
পুলিশ জানিয়েছে, ফটিকরায় থানার অন্তর্গত তারাপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসুক মিয়ার কন্যা জোসনা বেগমের সঙ্গে প্রায় ১৭ বছর আগে সামাজিকভাবে বিবাহ হয় কৈলাসহর থানার অন্তর্গত বাগাছড়া এলাকার বাসিন্দা হান্নান মিয়ার। বর্তমানে ওই দম্পতির সংসারে রয়েছে তিন সন্তান।
অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য হান্নান মিয়া স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। মঙ্গলবার রাতে নির্যাতনের মাত্রা চরমে পৌঁছায়। হান্নান মিয়া স্ত্রী জোসনাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত হান্নান মিয়ার মা নেহারুন বিবিও জড়িত ছিলেন বলে দাবি।
মারধরের ফলে জোসনা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান।
বুধবার দুপুরে জোসনার পিতা কৈলাসহর মহিলা থানায় হান্নান মিয়া ও তার মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

