ইডি-র মতো একটি দফতর বাতিল করা উচিত : অখিলেশ যাদব

ভুবনেশ্বর, ১৬ এপ্রিল (হি.স.): ইডি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি-র চার্জশিট পেশ প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, “কংগ্রেস নিজেই এই ইডি আইন তৈরি করেছিল। সেই সময় অনেক দল এর বিরোধিতা করেছিল, কংগ্রেসকে বলেছিল, আপনারা এমন একটি আইন আনছেন যা শেষ পর্যন্ত আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। মহারাষ্ট্রে বিজেপির বিরুদ্ধে থাকা যে কোনও নেতা ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের মুখোমুখি হয়েছিলেন। আমি যথেষ্ট বুঝতে পেরেছি, ইডির মতো একটি দফতর বাতিল করা উচিত। আমি কংগ্রেসকেও একই কথা বলতে বলব। ইডি থাকার অর্থ হল আপনি আয়কর বিভাগ বা জিএসটির মতো আপনার নিজস্ব সংস্থাগুলিকেও বিশ্বাস করছেন না।”