বাংলা নববর্ষের দিন রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের

আগরতলা, ১৫ এপ্রিল : বাংলা নববর্ষের দিন রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। চাঞ্চল্যকর ওই ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত মেলা পাথরের রেল ব্রিজ সংলগ্ন এলাকায় হয়েছে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস বলে জানা গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, তেলিয়ামুড়া থানার অন্তর্গত কৃষ্ণপুরের নতুন বাজার এলাকার রাধামোহন বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ পেশায় একজন দিনমজুর। এদিকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের লোকজনদের দাবি হচ্ছে সোমবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বিশ্বজিৎ বাড়ি থেকে বেরিয়ে ছিল এবং বাড়ি থেকে বেরিয়ে সে রাতের কোন একটা ট্রেনে করে নাকি আগরতলা যাবে।

পরিবারের লোকজনদের বক্তব্য, অনুযায়ী তাদের জানা মতে বাড়িতে কোন প্রকারের অশান্তি বা বিশৃঙ্খলা ছিল না কিন্তু তারপরেও এভাবে ২৫ বছরের তরতাজা এক যুবকের রেলে কাটা পড়ে মৃত্যুর পেছনে কোন না কোন কারণ রয়েছে বলে এলাকাজুড়ে গুঞ্জন চলছে। যদিও রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করছে এবং শেষ সংবাদ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে।
স্বাভাবিকভাবেই নববর্ষের দিনে সাতসকালে এই ভয়ানক ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে এবং দাবি উঠেছে উপযুক্ত তদন্তক্রমে ঘটনার পেছনে কি রয়েছে তা যেন বেরিয়ে আসে। তবে সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে।

মৃতদেহের সাথে মৃত যুবকের সমস্ত প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র ছিল; এই কাগজপত্রের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ,ভোটার আই.ডি কার্ড থেকে শুরু করে তার বাড়ির লোকেদের সাথে তোলা ছবিও ছিল। এই সমস্ত ঘটনা গুলো এই মৃত্যুর পেছনে থাকার কারণ নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি করছে যদিও এখন অপেক্ষা পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *