আগরতলা, ১৫ এপ্রিল: বাঙালির বর্ষপরিক্রমার প্রথম এবং প্রধান উৎসব ‘নববর্ষবরণ’। বঙ্গাব্দের সূচনায় বাঙালি নতুন বছরকে বরণ করে নিতে আয়োজন করে নববর্ষবরণ উৎসব। আমাদের সমাজের মানুষের ধারনা বছরের প্রথম দিন ভালো কাটলে সারা বছর ভালো কাটবে।
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বাজার গুলোতে মাছ, মাংস,দই সহ নানান রকমের মিষ্টির চাহিদা রয়েছে বেশ ভালই। আগরতলা সহ রাজ্যের প্রতিটি বাজারে ইলিশের ছাড়াও অন্য মাছ ও মাংস দেদারছে বিক্রি হচ্ছে। ওজন মোটামুটি দেড় কেজি থেকে দুই কেজির মধ্যে রয়েছে ইলিশ। প্রতি কেজি ইলিশ মাছ ১৫০০ টাকা করে বিক্রি হচ্ছে।
নববর্ষ উপলক্ষে প্রতিটি বাজারে ইলিশের ছাড়াও অন্য মাছ ও মাংস দেদারছে বিক্রি হচ্ছে।