শান্তিনগরে রাতের অন্ধকারে ব্যক্তিগত গাড়ির উপর হামলা, চাঞ্চল্য এলাকাজুড়ে

তেলিয়ামুড়া, ১৪ এপ্রিল :
তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত শান্তিনগর এলাকায় ব্যক্তিগত গাড়ির উপর রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। থানার ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ও ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক সুচরিতা দাস জানান, অন্যান্য দিনের মতো গতকালও তাদের ব্যক্তিগত গাড়িটি বাড়ির নির্ধারিত গাড়ির ঘরে রাখা ছিল। তবে আজ সকালে গাড়ি বার করতে গিয়ে দেখা যায়, গাড়ির আয়না ভাঙা, গায়ে ইটের আঘাতের চিহ্নসহ একাধিক জায়গায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। বিলাসবহুল গাড়িটির এমন অবস্থায় তিনি হতবাক হয়ে পড়েন।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই হামলার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের প্রাথমিক তদন্ত চলছে বলেই জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, “শান্তিনগরের মতো শান্তিপূর্ণ আবাসিক এলাকায় এভাবে বাড়ির ভেতরে গাড়ি ভাঙচুরের ঘটনা আগে কখনও ঘটেনি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা জরুরি হয়ে পড়েছে।”

গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন গাড়ির মালিক ও এলাকাবাসীরা। নিরাপত্তা জোরদারের দাবিও উঠছে বিভিন্ন মহল থেকে।