ফের মন্ত্রী সুধাংশু দাসের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, এহেন মন্তব্যের প্রতিবাদ জানালেন বিজেপিরই সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক

আগরতলা, ১৩ এপ্রিল : মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে মন্তব্য করেছেন তাতে নারাজ বিজেপির সংখ্যালঘু মোর্চা। মন্ত্রীর সামাজিক মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রাজ্য সহ দেশে তোলপাড় পরিস্থিতি চলছে। রাজ্যেও এর আঁচ লক্ষ্য করা গেছে। এই বিষয়ের উপরেই মন্ত্রী সুধাংশু দাস নিজ সামাজিক মাধ্যমে এক মন্তব্য করেছেন। তিনি মুসলিম ধর্মাবলম্বীদের ‘ইসলামিক কট্টরপন্থী জিহাদি’ বলে উল্লেখ করেন। মন্ত্রী বলেন, গত তিনদিন ধরে পশ্চিমবঙ্গ, মালদা মুর্শিদাবাদ সহ রাজ্যে যে সকল ঘটনাগুলি ঘটেছে সেগুলি জিহাদীদের জন্য স্বাভাবিক। তিনি সনাতনীদের সমস্যার সমাধান বের করার আহ্বান জানান। উনার এই মন্তব্যে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির আভাস লক্ষ্য করা গেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

এদিকে মন্ত্রীর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রী যেভাবে ইসলাম ধর্মাবলম্বীদের জিহাদী বলে সম্বোধন করছেন সেটি মোটেও শোভনীয় নয়। মন্ত্রীকে উদ্দেশ্য করে গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘আপনি ৪০ লক্ষ ত্রিপুরাবাসীর মন্ত্রী, এরমধ্যে মুসলিম ধর্মাবলম্বীরাও রয়েছে।’ তাই রাজ্যের মন্ত্রীর মুখে এধরনের বক্তব্য শোভা পায় না বলেই মন্তব্য করেন তিনি। এদিকে মন্ত্রীর এই বক্তব্যে ভারতীয় জনতা পার্টিতে মুসলিম ধর্মাবলম্বী কার্যকর্তাদেরও উপস্থিত থাকার কথা মনে করিয়ে দেন সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, এর আগেও বহুবার সাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ওনার ওইসব ফেইসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বার কয়েক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। এবারের এই বক্তব্যে স্বদলীয় কর্মকর্তার প্রতিক্রিয়া ঘিরে রাজনৈতিক মহলে জোড়চর্চা শুরু হয়েছে। তবে কি এই ফেইসবুক পোস্ট কে কেন্দ্র করে দলের অন্তরে অন্তকোন্দল সৃষ্টি হতে পারে? সেটাই বর্তমানে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *