আসাম রাইফেলস-র যৌথ অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আগরতলা, ১২ এপ্রিল: নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আসাম রাইফেলস এবং ডিআরআই। গতকাল তেলিয়ামুড়ায় একটি গাড়ি আটক করপ অভিযান চালিয়ে ৬০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা হবে। সাথে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। আজ আসাম রাইফেলস তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। থানায় খবর আসে গতকাল তেলিয়ামুড়ায় এস০১এভি১০৭৯ নম্বরের গাড়ি করে নেশা সামগ্রী পাচার করা হব সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় উৎ পেতে বসে থাকে পুলিশ। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক আন্তর্জাতিক বাজারে আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

আরও জানিয়েছে, অভিযানে আসামের হাইলাকান্দির বাসিন্দা দিলবর হুসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
এবং মোঃ জুবের আহমদ, করিমগঞ্জ, আসামের বাসিন্দা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এই অভিযানটি মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আসাম রাইফেলসের অব্যাহত প্রচেষ্টাকে নির্দেশ করে।