আগরতলা, ১২ এপ্রিল : শিক্ষার আলো পৌঁছেছে প্রত্যন্তে। গণ্ডাছড়ায় বিদ্যালয় ও হোস্টেল পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা। শিক্ষার পরিকাঠামো আধুনিকীকরণে জোর কদমে এগোচ্ছে বর্তমান সরকার। লক্ষ্য একটাই—শিক্ষা হোক সবার জন্য সহজলভ্য, গুণগত এবং যুগোপযোগী। সেই উদ্দেশ্য বাস্তবায়নের পথ ধরে এবার গণ্ডাছড়ার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় ও ছাত্রাবাস পরিদর্শন করলেন রাজ্যের সমাজকল্যাণ ও শিক্ষাবিষয়ক মন্ত্রী বিকাশ দেববর্মা।
শনিবার গণ্ডাছড়া সফরে গিয়ে তিনি প্রথমে জগবন্ধু পাড়া হাই স্কুল এবং পরে গণ্ডাছড়া এসটি বয়েজ হোস্টেল ঘুরে দেখেন। পরিদর্শনের সময় মন্ত্রীকে দেখা যায় ছাত্রছাত্রীদের সঙ্গে মেঝেতে বসে মন খুলে কথা বলতে। সরকারের উচ্চপদস্থ একজন প্রতিনিধি হয়েও তিনি শিক্ষার্থীদের একজন আপনজনের মতো পাশে দাঁড়ান—শোনেন তাদের দৈনন্দিন সমস্যার কথা, জানেন তাদের চাওয়া-পাওয়ার বাস্তব চিত্র।

