লোহার সেতু ভেঙে নিচে পড়লো সিমেন্ট বোঝাই ১২ চাকার লরি

আগরতলা, ১০ এপ্রিল: লোহার সেতু ভেঙে নিচে পড়লো সিমেন্ট বোঝাই ১২ চাকার লরি। আজ সকালে দামছড়া খেদাছড়ার মাঝে কাছারিছড়া এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রানে বেঁচে যান চালক। এখন উভয় দিকে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। এরফলে দুর্ভোগের সম্মুখীন স্থানীয়রা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে একটি সিমেন্ট বোঝাই লরি দামছাড়া থেকে খেদাছড়া যাওয়ার রাস্তায় কাচারি ছড়া এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙ্গে ব্রিজের নিচে পড়ে গেছে। তাতে অবশ্য চালক অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছে। প্রসঙ্গত, বেইলি বৃষ্টির ওজন বহন ক্ষমতা ৮ মেট্রিক টন। অথচ সিমেন্ট বোঝাই লরিটির মোট ওজন ছিল প্রায় কুড়ি মেট্রিক টন। সে কারণেই বেইলি ব্রিজ ওজন সহ্য করতে পারেনি। সিমেন্ট বোঝাই লরি ব্রিজ ভেঙ্গে নিচে পড়ে গেছে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। ব্রিজ ভেঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে জটিল সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিস্তীর্ণ এলাকার জনগণকে। ওইসব এলাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সমস্যা দেখা দিতে পারে। এমনকি ,রেশন সামগ্রী পৌঁছে দেওয়া নিয়েও সমস্যা দেখা দিতে পারে।

এবিষয়ে, প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন এখানে জরুরী ভিত্তিতে বেইলি ব্রিজ তৈরির চেষ্টা করা হচ্ছে। বর্তমানে জনগণ যাতে পারাপার হতে পারেন সেজন্য একটি রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান এখানে একটি পাকা ব্রিজ তৈরির জন্য আগে থেকেই পরিকল্পনা রয়েছে। ব্রিজ ভেঙ্গে পড়ায় দামছড়া খেদাছড়া সড়কে কবে নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।