দেশদ্রোহী মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দল হল কমিউনিস্ট, তাঁরা কখনো গরিবের কল্যাণ করেন নি : সাংসদ বিপ্লব

আগরতলা, ৯ এপ্রিল: দেশদ্রোহী মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দল হল কমিউনিস্ট। তাঁরা কখনো গরিবের কল্যাণ করেন নি। তাই ২০১৮ সালে ত্রিপুরাবাসী চিরতরে উৎখাত করেছে সিপিআইএমকে। আজ দক্ষিণ জেলা ভিত্তিক কার্যকর্তা সন্মেলনে সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিনের সম্মেলনে তিনি বিরোধী দলনেতা তথা পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরীকে একহাত নিলেন। তাঁর কটাক্ষ,
আদা কেলেঙ্কারি সাথে জড়িত হয়ে তিনি এখনো পর্যন্ত রাজনীতিতে সরে আসেননি। তিনি একজন এসটি হয়ে এসটি সিটে দাঁড়ানোর হিম্মত নেই। সাধারণ সিট থেকে সাব্রুমে দাঁড়িয়েছেন। তারপর তিনি লজ্জাবোধ করেননি।

এদিন তিনি অভিযোগ করেন, দেশদ্রোহী মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দল হল কমিউনিস্ট। তাঁরা গত ২৫ বছরে একটিও গরীবের পরিবারকে সাহায্য করেন নি। উপরন্তু গরীবের ছেলেদের এনে সিপিএম মাওবাদী বানাত। এমনকি সিপিএম ভারতের কৃষ্টি সংস্কৃতি পর্যন্ত মানে না। তাই ২০১৮ সালে ত্রিপুরাবাসী সিপিএমকে চিরতরে বিদায় দিয়েছেন। একক সংখ্যাগরিষ্টতার জোরেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি সরকার গঠন করেছেন।

এদিম দুপুরে প্রদীপ প্রজ্জ্বলন ও ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী, ডক্টর বিধান চন্দ্র রায় ও অটলবিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মঞ্চে উপস্থিত নেতৃত্বরা শ্রদ্ধা নিবেদন সহ রাষ্ট্রীয় গীত পরিবেশনের মধ্য দিয়ে সুচনা হয় জেলা কার্যকর্তা সন্মেলন। এই দিনের আয়োজিত সন্মেলনে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দ্ধীপায়ন চৌধুরী, মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এছাড়া দক্ষিণ জেলার বিভিন্ন মন্ডলের নেতৃত্ব ও কার্য কর্তারা এই দিনের আয়োজিত সন্মেলনে উপস্থিত ছিলেন।