তিরুপতি-কাটপাডি সিঙ্গল রেললাইনে ডাবলিং প্রকল্পে অনুমোদন কেন্দ্রের, ব্যয় হবে ১,৩৩২ কোটি

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মধ্যে তিরুপতি-পাকালা-কাটপাডি সিঙ্গল রেললাইন সেকশনে (১০৪ কিমি) ডাবলিং প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ জন্য খরচ হবে ১,৩৩২ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুপতি থেকে কাটপাডি পর্যন্ত ডাবলিং প্রকল্প অনুমোদন করেছেন, এ জন্য খরচ হবে ১৩৩২ কোটি টাকা।

এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৫-২০২৬ সময়কালের জন্য প্রধানমন্ত্রী কৃষি সিচাই যোজনার একটি উপ-প্রকল্প হিসেবে কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে, যার প্রাথমিক মোট ব্যয় ১৬০০ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভা হাইব্রিড অ্যানুইটি মোডে পঞ্জাব ও হরিয়ানায় ১৮৭৮.৩১ কোটি টাকা ব্যয়ে ১৯.২ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের অ্যাক্সেস নিয়ন্ত্রিত জিরাকপুর বাইপাস নির্মাণের অনুমোদন দিয়েছে।

—————