বিশালগড়, ৮ এপ্রিল:
ভালোবেসে বিয়ে করলেও সংসার টিকল না। পরপুরুষের প্রেমে পড়ে উধাও হয়ে গেলেন স্ত্রী। স্ত্রীর খোঁজে এবার পুলিশের দ্বারস্থ হলেন অসহায় স্বামী। ঘটনাটি ঘটেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ৩ নং ওয়ার্ডে।
জানা গেছে, মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে জলফু মিয়া ২০১৭ সালে জিরানিয়া জয়নগর এলাকার জামাল মিয়ার মেয়ে রেহানা বেগমকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর তাঁদের ঘরে এক পুত্রসন্তানের জন্ম হলেও দুর্ভাগ্যবশত সেই সন্তান মারা যায়।
সন্তানহানির পর থেকেই রেহানা বেগমের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। অভিযোগ, মোবাইল ফোনের মাধ্যমে এক পরপুরুষের সঙ্গে গড়ে ওঠে রেহানার প্রেমের সম্পর্ক।
সোমবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে রেহানা বেগম তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ। স্ত্রীর অনুপস্থিতি দেখে খোঁজাখুঁজি শুরু করেন জলফু মিয়া। কিন্তু কোথাও তাঁর সন্ধান না মেলায় মঙ্গলবার সকালে আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তিনি।
এই প্রসঙ্গে জলফু মিয়া জানান, তাঁর স্ত্রী পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে। তিনি পুলিশের কাছে স্ত্রীকে খুঁজে দেওয়ার অনুরোধ করেন।
তিনি আরও জানান, দেশে পরকীয়ার জন্য কোনও শাস্তির বিধান না থাকায় এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাঁর দাবি, এই ধরনের ঘটনা রুখতে কঠোর আইন প্রণয়ন করা হোক যাতে কেউ সাহস না পায় বৈবাহিক সম্পর্ক ভেঙে পালিয়ে যেতে। বর্তমানে জলফু মিয়া স্ত্রীর সন্ধানে প্রশাসনের সহযোগিতা চেয়ে থানার সামনে দাঁড়িয়ে আর্জি জানাচ্ছেন।

