ইংলিশ প্রিমিয়ার লিগ : লেস্টার সিটির অবিশ্বাস্য রেকর্ড
লন্ডন, ৮ এপ্রিল(হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরে গেল লেস্টার সিটি। দুটি গোল করেন জ্যাকব মার্ফি। ৩৪তম মিনিটে ব্যবধান বাড়ান হার্ভি বার্নস।
তবে এই ম্যাচ নিয়ে যা বলার তা হল-এই নিয়ে টানা আট ম্যাচে কোনও গোলই করতে পারল না গেল লেস্টার। প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা গোল না করে এত ম্যাচ হেরে যাওয়া দ্বিতীয় দল তারা। আর এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পর দলটির নাম উঠে গেল অবনমনের তালিকায়।
প্রিমিয়ার লিগে এর আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা আট ম্যাচে গোল না করে ম্যাচ হারার আরও একটি নজির আছে ১৯৭৬-৭৭ সালে। সেই অভিজ্ঞতা হয়েছিল সান্ডারল্যান্ডের।
গত ২৬ জানুয়ারি টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-১ গোলে জয়ের পর আর কোনও ম্যাচে গোল করতে পারেনি লেস্টার।

