বিজয়া দশমী, রাষ্ট্রীয় সালামি দিয়ে সন্ধ্যায় মায়ের প্রতিমা নিরঞ্জন

আগরতলা, ৭ এপ্রিল : আজ বাসন্তী পূজার বিজয়া দশমী। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ সকাল থেকে মন্ডপে মন্ডপে দেবীর বরণ হচ্ছে। আজ সকালে আগরতলা দুর্গা বাড়িতে ভক্তদের ভিড় ছিল। প্রথা মেনে রাষ্ট্রীয় সালামি দিয়ে সন্ধ্যায় মায়ের প্রতিমা নিরঞ্জন হবে।

বাসন্তী পূজার দশমী পূজা শেষের পর আজ সন্ধ্যা থেকে শুরু হবে প্রতিমা নিরঞ্জন। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ সকাল থেকে মন্ডপে মন্ডপে দেবীর বরণ হয়৷ এরপর হবে সিঁদুর খেলা। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। এদিন সকলেই মায়ের কাছে আশীর্বাদ চাইলেন।

দুর্গা বাড়ির পুরোহিত বলেন , ৬ মার্চ রবিবার রাত ৭টা ২৫ মিনিট থেকেই শুরু হয়েছে দশমী তিথি। শেষ হবে সোমবার রাত ৮ টা ১ মিনিটে। পঞ্জিকা মতে সোমবার সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে বাসন্তী দেবীর দশমীর পুজো সমাপ্তি ও বিসর্জন। সেই তিথি অনুযায়ী সোমবার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো দশমী পূজা। রীতিনীতি মেনে দেওয়া হয় গার্ড অব অনার। সন্ধ্যা বেলা হবে ভাসান এমনটাই জানালেন তিনি।