কংগ্রেসের ভুল নীতির কারণেই “এক দেশ, এক নির্বাচন” ভেঙে পড়ে: সাংসদ বিপ্লব

আগরতলা, ৭ এপ্রিল : কংগ্রেসের ভুল নীতির কারণেই “এক দেশ, এক নির্বাচন” ভেঙে পড়েছিল। এতে শুধু সময় এবং অর্থের অপচয় হচ্ছে না। তাতে, শাসন ব্যবস্থাতেও বারবার বিঘ্ন ঘটছে। এক দেশ, এক নির্বাচন” নিয়ে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

প্রসঙ্গত, আজ মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফ্যাসিলিটেটরস ও আশা কর্মী এসোসিয়েশন এবং অঙ্গনারী কর্মী ও সহায়তা এসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র ভবনে এক দেশ এক ভোট এক দিবসীয় কনভেনশন আয়োজন করা হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। এদিনের কনভেশনে সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন। তাঁর কটাক্ষ, কংগ্রেস নিজেদের স্বার্থ আদায়ের জন্য আলাদা আলাদা করে নির্বাচন নীতি ব্যবহার করেছে। অনৈতিকভাবে নির্বাচনে জয়ী হয়ে বিভিন্ন রাজ্যে শাসনভার গ্রহণ করেছিল কংগ্রেস। সিপিএমও এই নীতির বাইরে নয়। এক দেশ কে ভোট হলে গোটা দেশবাসীর লাভ হবে। অতিরিক্ত অর্থের ব্যবহার হবে না। তাঁর কথায়, আলাদা আলাদা সময়ে নির্বাচন হলে
অনেক খরচ হয়ে থাকে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ধারণা দেশের জন্য একেবারেই নতুন নয়। বরং, দেশের স্বাধীনতার পর প্রথমদিকে এভাবেই নির্বাচন হতো বলে দাবি করেন তিনি। শ্রী দেব বলেন, কংগ্রেসের ভুল নীতির কারণেই বারবার আলাদা আলাদা সময়ে নির্বাচন করতে হচ্ছে। এতে শুধু সময় এবং অর্থের অপচয় হচ্ছে না। তাতে, শাসন ব্যবস্থাতেও বারবার বিঘ্ন ঘটছে। তিনি আরও বলেন, এক দেশ, এক নির্বাচন বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। ভোটারদের মধ্যে উৎসাহ বাড়বে। আর্থিক সাশ্রয় হবে বিপুল পরিমাণে। সরকার পরিচালনার ধারাবাহিকতা বজায় থাকবে এবং নীতিনির্ধারণে গতি আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *