বিজেপি প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে জন সম্পর্ক অভিযানে সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৭ এপ্রিল: বিজেপি প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সোমবার প্রতাপগড় মন্ডলের উদ্যোগে ঋষি কলোনিতে জনসম্পর্ক অভিযান সংঘটিত হয়। বিজেপির ৪৬ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের সর্বত্র জনসম্পর্ক অভিযান সংঘটিত করার উদ্যোগ গ্রহণ করেছে দল। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সোমবার কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ঋষি কলোনি এলাকায় জন সম্পর্ক অভিযান সংঘটিত করেন।

অভিযানে সামিল হন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সঙ্গে ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দও, মন্ডল সভানেত্রী সহ আরো অনেকে। এদিন জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করে বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে যেসব উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবগত করতেই এ ধরনের জনসম্পর্ক অভিযান সংঘটিত করা হয়েছে। এছাড়া এলাকার জনগণের কি কি অসুবিধা রয়েছে সেগুলিও চিহ্নিত করা হচ্ছে। প্রতিটি এলাকায় এ ধরনের অভিযানে শামিল হতে দলীয় নেতা ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।