আগরতলা, ৬ এপ্রিল : ক্রমবর্ধমান নেশার বিস্তার, চাকরি সংক্রান্ত দুর্নীতি এবং স্বজনপোষণের বিরুদ্ধে রাজ্যজুড়ে গণআন্দোলনের পথে নামছে যুব কংগ্রেস। সেই লক্ষ্যে রোববার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হল যুব কংগ্রেসের কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাহা জানান, “রাজ্যে যুব সমাজ আজ চরম সংকটে। একদিকে মাদকের থাবা, অন্যদিকে চাকরি দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা তীব্র গণআন্দোলন গড়ে তুলতে চলেছি।”
তিনি আরও জানান, এই আন্দোলন শুধু শহরকেন্দ্রিক নয়, জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। যুব সমাজের স্বার্থ রক্ষায় তারা রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে সরব হবেন বলেও হুঁশিয়ারি দেন যুব কংগ্রেস সভাপতি।
দলীয় সূত্রে খবর, আগামী কিছুদিনের মধ্যেই আন্দোলনের নির্দিষ্ট কর্মসূচি প্রকাশ করা হবে। রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের এই আন্দোলন শাসক শিবিরের উপর চাপ সৃষ্টি করতে পারে।

