কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): রবিবার সন্ধ্যায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২৫- এ সানরাইজার্স হায়দরাবাদ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে । হায়দরাবাদ বনাম গুজরাটের মুখোমুখি রেকর্ড:
খেলা ম্যাচ – ৫টি
হায়দরাবাদ জিতেছে – ১টি
গুজরাট জিতেছে – ৩টি
কোন ফলাফল নেই – ১টি
শেষ ফলাফল – বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত।
রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দরাবাদের রেকর্ড:
খেলা ম্যাচ – ৫৯টি
জিতেছে – ৩৬টি
হেরেছে – ২২টি
টাই – ১টি
সর্বোচ্চ স্কোর – ২৭৭/৩, হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মার্চ ২০২৪)
সর্বনিম্ন স্কোর – দিল্লি ডেয়ারডেভিলস কর্তৃক ৮০/১০ (মে ২০১৩)

