আগরতলায় প্রকাশ্যে মহিলার গলার হার ছিনতাই, এলাকাবাসীর তৎপরতায় ধৃত চোর

আগরতলা, ৫ এপ্রিল: শহরের ব্যস্ত এলাকা জগন্নাথ বাড়ির সামনে এক মহিলা পথচারীর গলা থেকে হার ছিনিয়ে পালানোর চেষ্টা করে এক যুবক। তবে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত সচেতন এলাকাবাসীর তৎপরতায় ধরা পড়ে যায় ওই ছিনতাইকারী।

চোখের পলকে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি ছিনতাই করে পালাতে গেলে আশপাশের লোকজন ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং রাস্তাতেই একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে।

অনেকক্ষণ ওইভাবে বেঁধে রাখার পর খবর দেওয়া হয় পশ্চিম থানায়। পরে পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনা ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।