মৃত্যু আরও ৩ জনের, বনাসকাঁঠায় বাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ২১

বনাসকাঁঠা, ২ এপ্রিল (হি.স.): গুজরাটের বনাসকাঁঠায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ২১। মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৮। বুধবার সকালে বনাসকাঁঠার কালেক্টর মিহির প্রবীণকুমার প্যাটেল বলেছেন, মোট ২১ জনের মৃত্যু হয়েছে। কালেক্টর জানিয়েছেন, “নিহত শ্রমিকদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রদেশের দেওয়াস এবং হরদা জেলার বাসিন্দা। নিহতদের পরিবারও গতকাল দিসা সিভিল হাসপাতালে উপস্থিত ছিল। দেওয়াস জেলার ১০ জনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পর, মৃতদের অ্যাম্বুলেন্সে করে তাদের জন্মস্থানে পাঠানো হয়েছে। হরদা জেলা থেকে স্থানীয় প্রশাসনের একটি দলও দিসা সিভিল হাসপাতালে পৌঁছেছে। শনাক্তকরণ প্রক্রিয়া শেষে, হরদা জেলার আটজন নিহতকে তাদের জন্মস্থানে পাঠানো হবে।”

২১ জন শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে মধ্যপ্রদেশের মন্ত্রী চৌহান নাগর সিং বলেছেন, “মধ্যপ্রদেশ এবং গুজরাটের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, মধ্যপ্রদেশ এবং গুজরাটের দল এই ঘটনার উপর কাজ করছে। গুজরাট এবং মধ্যপ্রদেশ সরকার এবং প্রধানমন্ত্রী উভয়ই নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আমি জেলা কালেক্টরের সঙ্গেও এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে কথা বলেছি, সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। প্রশাসন আইনি ব্যবস্থা নিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *