আগরতলা, ১ এপ্রিল : বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী ও প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে। এদিন, দিলীপ সরকারের বাসভবন, চারিপাড়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রক্তদান শিবির এবং দরিদ্র নারায়ণ সেবা পরিচালিত হয়।
অনুষ্ঠানে দিলীপ সরকারের অগণিত গুণমুগ্ধ তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা দিলীপ সরকারের কনিষ্ঠ ভগিনী মিনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলক রায়, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর বাপি দাস, মন্ডল সভাপতি মণীশ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্টজনরা এবং সকলেই প্রয়াত বিধায়কের রাজনৈতিক আদর্শ ও মানবিক গুণাবলী স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের জীবন ও আদর্শ আজও এলাকায় মানুষদের পথ প্রদর্শক হিসেবে কাজ করছে, এ কথা উল্লেখ করে সকলেই তাঁর আত্মত্যাগ ও জনসেবা কর্মসূচি অনুসরণ করার অঙ্গীকার করেন।