আগরতলা, ২৮ মার্চ : পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় ইংরেজি মিডিয়াম কলেজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এর জন্য মোট ১৭,২১,৮৭,০০০ টাকা ব্যয় করা হয়েছে। আজ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ দিনে সিপিএম বিধায়ক দীপঙ্কর সেনের তারকা চিহ্ন বিহীন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
আজ শ্রী সাহা বলেন, পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় ইংরেজি মিডিয়াম কলেজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এর জন্য মোট ১৭,২১,৮৭,০০০ টাকা ব্যয় করা হয়েছে।