আগরতলা, ২৭ মার্চ ২০২৫: ৬ দফা দাবিকে সামনে রেখে ১৫ দিনের সময়সীমা বেঁধে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটি।
ই-রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার প্রভারি অমল গোপ জানান, সামাজিক মাধ্যমে সম্প্রতি প্রচারিত হচ্ছে, টাকার বিনিময়ে সরকারকে ভুল বুঝিয়ে আগরতলা পুর নিগম এলাকায় ইলেকট্রনিক অটোর স্টেশন তৈরি করা হবে। এই বিষয়টির প্রতি তাদের উদ্বেগ এবং প্রতিকার চেয়ে আজ ৬ দফা দাবি নিয়ে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইলেকট্রনিক অটো বিক্রি এবং রেজিস্ট্রেশন বন্ধ করা, পুরোনো ই-রিকশার বিরুদ্ধে আরোপিত বিভিন্ন জরিমানা বাতিল করা, ত্রিপুরা রাজ্যে শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা সহ ৬ টি দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলো সমাধান করার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ই-রিক্সা শ্রমিক সংঘের সদস্যরা। দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানিয়েছেন তারা।