বিরোধী দলনেতার অভিযোগ ভিত্তিহীন: বিধায়িকা কল্যাণী সাহা রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ:
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী সাহা রায়। সম্পূর্ণ মিথ্যা কথার উপর ভিত্তি করে বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলনে ভুল তথ্য দিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন বিধায়িকা।

সাংবাদিক সম্মেলনে বিধায়িকা বলেন, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী একের পর এক মিথ্যে অভিযোগ তুলেছেন অধ্যক্ষের বিরুদ্ধে। বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠ রোধ করার অপবাদ তুলেছেন। পাশাপাশি বিধানসভায় গণতন্ত্র কে খুন করা হচ্ছে বলেও অভিযোগ করেন। এ প্রসঙ্গে বিধায়িকা বলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন যথেষ্ট মানবিক দৃষ্টিতে বিরোধী দলের সদস্যদের দেখে থাকেন। এমন অনেক বিষয় বিধানসভায় উঠে আসে যেগুলোতে অনুমতি প্রদান করা কষ্টকর হলেও অধ্যক্ষ অনুমতি দিয়ে দেন। সেখানে বিরোধী দল বলে তাদের কোনভাবে হেনস্থা করা হয় না। তাই অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতা যে অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন।

এদিকে অধিবেশন চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে অধ্যক্ষের যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। এই প্রসঙ্গে বিধায়িকা বলেন, বিধানসভার অধ্যক্ষ একজন বিধায়কও বটে। তাই মুখ্যমন্ত্রীর চায়ের আমন্ত্রণে সারা দিয়ে তিনি সৌজন্যতা রক্ষায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গেছিলেন।

এছাড়াও বিধানসভায় বিরোধীদের বিরুদ্ধে অসংসদীয় আচরণ প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন, বর্তমানে বিধানসভায় বিরোধীদের যথাযথ মর্যাদা প্রদান করা হয়। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পূর্বে বিধানসভায় বিরোধীদের সঙ্গে সর্বদা খারাপ আচরণ করা হতো। সেখানে বিধায়ক সুদীপ রায় বর্মনের ন্যায়দণ্ড নিয়ে দৌড়ানোর প্রসঙ্গ তুলে আনেন তিনি। বিধায়িকার কথায় বাম আমলে বিধানসভায় প্রতি অধিবেশনে অসংসদীয় কার্যকলাপ লক্ষ্য করা যেত। কিন্তু বর্তমান সরকার বিরোধীদের জন্য যথেষ্ট সংবেদনশীল।

এছাড়াও বিরোধী দলনেতার বেতন ভাতা প্রসঙ্গে ও জবাব দিয়েছেন বিধায়িকা। উনার কথায় শুধুমাত্র বিজেপি বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি পায়নি। এই বেতন ভাতা বৃদ্ধির ফলে উপকৃত হচ্ছেন বাম বিধায়করাও। এমনকি যারা প্রাক্তন বিধায়ক রয়েছে তারাও এই বেতন ভাতা বৃদ্ধির সুফল উপভোগ করবেন। বেশিরভাগ প্রাক্তন বিধায়ক বাম দলেরই। ফলে এর দ্বারা বামেদের উপকার বেশি বলে দাবি করেন তিনি।

এছাড়াও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যে সকল অভিযোগ তুলেছেন তা খন্ডন করে বিধায়িকা কল্যাণী সাহারায় বিরোধী দলনেতা হওয়ার পর থেকে বিরোধী দলনেতা হিসেবে তিনি কি কি নিয়েছেন তার খতিয়ানও তুলে ধরেন। বিরোধী দলনেতার সরকারি অফিসে এসি থেকে শুরু করে ফ্রিজ এমনকি গায়ের সাবান পর্যন্ত নিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। বিধানসভার অধ্যক্ষ বিরোধী দলনেতার দাবি অনুযায়ী সর্ব সুবিধা প্রদান করেছেন। তাই এত কিছুর পরেও বিরোধীদের গণতন্ত্র হরনের অভিযোগ ভিত্তিহীন বলে এদিন দাবি করেন বিধায়িকা কল্যাণী সাহারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *