নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ:
রাজ্যে বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করার জন্য ৮৬টি এজেন্সি চালু রয়েছে। এরমধ্যে ৮১টি আইও.সি.এল, ৩টি এইচ.পি.সি.এল. এবং দুটি প্রাইভেট সংস্থার অধীনে রয়েছে।
আজ রাজ্য বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত উত্তরে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে আই.ও.সি.এল কর্তৃপক্ষ নতুনভাবে রাজ্যে আরও ৭টি জায়গায় এজেন্সি চালু করার উদ্যোগ নিয়েছে।