আগরতলা, ২৫ মার্চ: বিধানসভার তৃতীয় দিনে জমির পাট্টা দেওয়ার বিষয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তীর তারকাচিহ্নবিহীন প্রশ্নের উত্তরে উপজাতি কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মা তথ্য প্রকাশ করেছেন।
মন্ত্রী বলেন,বনাধিকার আইন অনুসারে, ২০২৩-২৪ ইং অর্থ বছরে রাজ্যে ৬৩০ জন উপজাতি পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে এবং ২০২৪-২৫ ইং অর্থ বছরে আরও পাট্টা দেওয়া হবে।
এছাড়া মন্ত্রী জানান, বনাধিকার আইন ২০০৬-এর অধীনে যারা বনভূমির পাট্টা পেয়েছেন, তাদের আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হচ্ছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রাবার বাগান, বাঁশ বাগান, মৎস্য চাষ, গবাদিপশু পালন ইত্যাদি।