তেলিয়ামুড়া, ২৩ মার্চ : তেলিয়ামুড়া থানাধীন কুইশ্যার টিলা এলাকায় শনিবার সন্ধ্যায় এক জামাতার গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত জামাতার নাম অভিজিৎ দাস, তিনি সাউথ পুলিনপুর এলাকার বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা গেছে, অভিজিৎ দাস শনিবার সন্ধ্যায় পিস্তল হাতে শ্বশুরবাড়িতে গিয়ে তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এলে অভিজিৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিজিৎ মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। নির্যাতনের মাত্রা অসহনীয় হয়ে উঠলে স্ত্রী কয়েকদিন আগে বাবার বাড়িতে আশ্রয় নেন। অভিজিৎ স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এবং অভিজিতের পিস্তলটি অত্যাধুনিক বলে জানিয়েছে। ঘটনার পর থেকে তেলিয়ামুড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত অভিজিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে।