মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে অবৈজ্ঞানিকভাবে তৈরি পোল্ট্রি ফার্ম বন্ধ করে দিলো এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ:
মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে অবৈজ্ঞানিকভাবে তৈরি পোল্ট্রি ফার্ম বন্ধ করে দিলো এলাকার জনগণ। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ। কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন রকম উদ্যোগ গ্রহণ করেনি এমনটাই অভিযোগ। বাধ্য হয়ে সমস্ত এলাকাবাসী পোল্ট্রি ফার্ম বন্ধ করে দেন। ঘটনা গোলাঘাটি মারাকপাড়া এলাকায় রবিবার দুপুরে।

জানাযায় ২০১৯ সালে ২৫ ডিসেম্বর মাসে তৎকালীন গোলাঘাটি মারকপাড়া এলাকায় অবৈজ্ঞানিকভাবে তৈরি হয় ত্রিপুরেশ্বরী পোল্ট্রি ফার্ম উদ্বোধন হয়েছিলো। কিছুদিন পর সেই পোল্ট্রি ফার্মটি বন্ধ হয়ে পড়ে। হঠাৎ বেশ কয়েক মাস পূর্বে এলাকাবাসীর অজান্তে ত্রিপুরেশ্বরী পোল্ট্রি ফার্মটি ফার্মটি চালু করেন। অবৈজ্ঞানিকভাবে তৈরি ত্রিপুরেশ্বরী পোল্ট্রি ফার্মে মোরগের মলমত্র সঠিকভাবে রাখার কোন জায়গা নেই। ফার্মের মুরগির ডিম পচন থেকে শুরু করে মলমত্র থেকে এলাকায় প্রচুর মশা মাছির উপদ্রব বেড়েছে। এই মাছির উপদ্রবে এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা। ফার্মের কর্তৃপক্ষদের জানানোর পরও এলাকায় মাছির উপদ্রব হাত থেকে লোকেদের রক্ষায় কোনরকম ব্যবস্থা গ্রহণ করছেন না।

প্রতিনিয়ত এলাকার বাড়ি ঘরে শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের মশারী টাঙিয়ে ঢেকে রাখতে হয়েছে। অতিষ্ঠ এলাকার জনগণ একত্রিত হয়ে রবিবার অবৈজ্ঞানিকভাবে তৈরি সে পোল্ট্রি ফার্মে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসীরা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা এসে এলাকাবাসীকে সেই দুর্গন্ধ এবং মাছির উপদ্রব থেকে যেন রক্ষা করে। অন্যথায় এলাকাবাসী বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন।
______

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *