আগরতলা, ২২ মার্চ : ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে এবার ময়দানে সরাসরি নামতে চলেছে তিপরা মথা। প্রদ্যোতের নির্দেশ মিললেই আগামীকাল থেকেই অনির্দিষ্টকালের জাতীয় সড়ক অবরোধে বসবে তিপরা মথা। আজ ধলাই জেলা সদর আমবাসায় কাঁঠালবাড়ি এলাকায় অবরোধস্থল পরিদর্শনে গিয়ে এমনটাই হুশিয়ারী দিয়েছেন দলের ব্লক সভাপতি প্রদীপ রিয়াং।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ বলেন, দীর্ঘদিন দিন ধরে ককবরক ভাষায় রোমান হরফে ব্যবহারের দাবি জানানো হচ্ছে। বামফ্রন্ট সরকার কখনোই এই দাবিকে পাত্তা দেয়নি। দূর্ভাগ্যবশত বর্তমানে সরকারও এই ব্যাপারে কোনরকম পদক্ষেপ গ্রহণ করছে না। তাই দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধের পরিকল্পনা করা হচ্ছে।
এদিন তিনি আরও বলেন, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দের্ববমণ যদি নির্দেশ দেন তাহলে আগামীকাল থেকেই জাতীয় সড়ক অবরোধ বসবেন তাঁরা। রাজ্য সরকারের নিকট অতিসত্বর তাঁদের দাবি পূরণ করার আবেদন জানিয়েছেন তিনি। নয়তো আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দেন তিনি।