নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ি

বিলোনিয়া, ২২ মার্চ: নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি গাড়ি। গতকাল রাতে ওই ঘটনায় বিলোনিয়া মহকুমার কলেজ স্কোয়ারে ৪ নং রোডে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ওই ঘটনায় তদন্ত নেমে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাত দুইটা নাগাদ গাড়ির মালিক বিপ্রদীপ মল্ল( ৪৫) প্রাকৃতিক কাজে ঘর থেকে বেরিয়ে দেখে তার জিবিকা নির্বাহের একমাত্র গাড়িটি আগুনে জ্বলছে। তিনি দেখে চিৎকার শুরু করে দেয় সাথে সাথে এলাকাবাসীরা দৌড়ে ছুটে গিয়েছেন। এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এরেই মধ্যে চলে আসে বিলোনিয়া দমকল কর্মীরা। দমকলকর্মী এবং এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে ও শেষ রক্ষা কিন্ত হয়নি।

এদিকে, পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তি কে আটক করে। তার নাম গোবিন্দ দাস বৈষ্ণব (৪২), বাড়ি একেই এলাকায়। এর আগেও একবার ওই গাড়িতে আগুন দিয়েছিল এই গোবিন্দই তখন এলাকাবাসীর আলোচনায় জরিমানা দিয়ে গাড়িটি মেরামত করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *