আগরতলা, ২১ মার্চ: ১৩তম ত্রিপুরা বিধানসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধিবেশন শুক্রবার (২১ মার্চ) থেকে শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শুক্রবার বিধানসভায় রাজ্যের আগামী অর্থবছরের বাজেট পেশ করছেন। এ সময় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও বিজেপি, তিপরা মথার বিধায়করা উপস্থিত ছিলেন। অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিএমের বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের বিধায়করাও উপস্থিত ছিলেন।
এই বাজেট পেশের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আগামী কয়েকদিন ধরে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা ও বিতর্ক চলবে বলে আশা করা হচ্ছে।
এদিন বাজেট অধিবেশন শুরু হওয়ার পূর্বে সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।