পকসো মামলায় আসাম পুলিশের জনৈক অফিসারের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

বঙাইগাঁও (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : পকসো মামলায় অসমের জনৈক পুলিশ অফিসারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন বঙাইগাঁও জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে কারাদণ্ডের রায়কে যুগান্তকারী বলে আখ্যা দিচ্ছেন জেলার সচেতন নাগরিককুল। তাঁদের বক্তব্য, আজকের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, যা যৌন অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী আইনি নজির স্থাপন করেছে।

জানা গেছে, ২০১৮ সালে এক নাবালিকার ওপর যৌন আতিশয্যের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন পুলিশ অফিসার নিজামউদ্দিন ভুইয়াঁ। ওই অভিযোগের ভিত্তিতে তাঁকে বরখাস্ত করা হয়। রুজু হয় ‘দ্য প্ৰটেকশন অব চিল্ড্ৰেন ফ্ৰম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট (পোকসো) ২০১২’-এর অধীনে মামলা। দীর্ঘ সাত বছরের বিচার প্রক্রিয়ার পর আজ (শুক্ৰবার) তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে বঙাইগাঁও জেলার অভয়পুরীর অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত। আদালত ৫০ হাজার টাকা জরিমানাও করেছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের বিধান রেখেছেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *