মহারাষ্ট্রে ফার্ণিচারের দোকানে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর

ছত্রপতি সম্ভাজি নগর, ২০ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগর জেলায় ভয়াবহ আগুন লাগল ফার্ণিচারের দোকানে। বৃহস্পতিবার ভোররাতে ছত্রপতি সম্ভাজি নগরের আজাদ চক কমপ্লেক্সে অবস্থিত ফার্ণিচারের দোকানে বিধ্বংসী আগুন লাগে। তখনও ভোরের এল ভালো করে ওঠেনি, এমন দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইন্সপেক্টর দিলীপ বলেছেন, “আসবাবপত্রের দোকানে আগুন লেগেছে। শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”