আগরতলা, ২০ মার্চ: আর্থিক অভাব অনটনের কারণে চিকিৎসা করতে পারছে না নাবালিকা গৃহবধূ। ওই গৃহবধূর অভিযোগ, এক বছর পূর্বে শরীরের আগুন লাগিয়ে দেয় তার স্বামী। তাই অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবিতে অগ্নিদগ্ধা শরীর নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণায় বসেছেন অসহায় গৃহবধু।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কল্যাণপুরের এক যুবকের সাথে পালিয়ে বিয়ে করেছিলেন অর্পিতা আচার্য্য। পরে তাদের কন্যা সন্তান হয়। এরপরই স্বামী নাকি নাবালিকা স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয়। গত এক বছর ধরে মেয়েটি তার সন্তান নিয়ে নিজের বাবার কাছে আছে। তার বাপের বারি আগরতলায়। কিন্তু আর্থিক অভাব অনটনের কারণে চিকিৎসা হচ্ছে না। তাই সরকারি সাহায্যের আশায় মেয়েটি তার সন্তান ও বাবা-মাকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেন। পরবর্তী সময়ে পূর্ব থানার পুলিশ এসে মেয়েটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি, অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।