বান্দিপোরা, ১৯ মার্চ (হি.স.): বুধবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জাতীয় সড়কের সানসেট পয়েন্টের কাছে একটি আইইডি উদ্ধার করা হয়েছে। আইইডি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল আসে।
একজন শীর্ষ পুলিশকর্তা জানিয়েছেন, হাইওয়েতে টহল দেওয়ার সময় নিরাপত্তা বাহিনী আইইডি উদ্ধার করে। বিস্ফোরকটি বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছে বলেও তিনি জানান।