নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): “মহাকুম্ভের প্রতি বিরোধীদেরও আবেগ আছে, তাই দুই মিনিট কথা বলার সুযোগ দেওয়া উচিত”, এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার মহাকুম্ভ নিয়ে লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেছেন, “তিনি (প্রধানমন্ত্রী) মহাকুম্ভ সম্পর্কে আশাবাদীভাবে কথা বলছিলেন, বিরোধীদেরও তাঁদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া উচিত ছিল, কারণ বিরোধীদেরও মহাকুম্ভ-এর প্রতি আবেগ আছে এবং আমরা নিজেদের প্রকাশ করলে তাঁদের কোনও সমস্যা হওয়ার কথা ছিল না। বিরোধীদেরও দুই মিনিট কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল।”
—————